ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্রাজিলে নির্বাচনের ফল পাল্টে দেওয়া সংক্রান্ত ডিক্রির খসড়া উদ্ধার

ব্রাজিলে নির্বাচনের ফল পাল্টে দেওয়া সংক্রান্ত ডিক্রির খসড়া উদ্ধার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা গত রোববার দেশটির জাতীয় কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় - এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৪:৪১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৪:৪১

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দিতে দেশটিতে সাংবিধানিক জরুরি অবস্থা জারি সংক্রান্ত একটি ডিক্রির খসড়া উদ্ধার করা হয়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচারমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে প্রস্তাবিত ওই নথিটি উদ্ধার করে দেশটির পুলিশ। তবে তাতে বলসোনারোর সই নেই।

অন্যদিকে, ওই প্রস্তাব নিজে লেখেননি বলে দাবি করে সেসব কাগজ ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল বলে জানান সাবেক বিচারমন্ত্রী। এই ধরনের পদক্ষেপকে ভয়াবহ ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন নতুন বিচারমন্ত্রী। আর অরাজক পরিস্থিতি দমনে সামনে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। খবর সিএনএন ও রয়টার্সের

সাংবিধানিক জরুরি অবস্থা হলো একটি আইনি ব্যবস্থা, যা বর্তমান প্রেসিডেন্টকে জনশৃঙ্খলা রক্ষার জন্য সরকারের অন্য ক্ষেত্রে হস্তক্ষেপের বৈধতা দেয়। গত অক্টোবরে ব্রাজিলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জাইর বলসোনারো হেরে গেলেও ডিসেম্বরের শেষ অবধি তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন।

ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র লোরেনা রিবেইরো বলেছেন, মঙ্গলবার সাবেক বিচারমন্ত্রী অ্যান্ডারসন টরেসের বাড়িতে অভিযানকালে নথিটি পায় পুলিশ। ওই নথিতে সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টে একটি 'সাংবিধানিক জরুরি অবস্থা' বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

টরেস বলেছেন, মন্ত্রী হিসেবে শুনানি, পরামর্শ ও নানা ধরনের প্রস্তাব পেয়েছেন। ফেলে দেওয়ার জন্য বাড়িতে অনেক নথি ছিল, সেখানেই হয়তো কাগজটি পাওয়া গেছে। তাঁর সম্মানহানির জন্য ডিক্রির খসড়া মিডিয়ায় ফাঁস করা হয়েছে বলেও দাবি করেন টরেস।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা গত রোববার দেশটির জাতীয় কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় - এএফপি

এদিকে দেশটির নতুন বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো বলেছেন, খসড়া ডিক্রির বিষয়টি ছিল ভয়াবহ। এতে যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক। এই নথি অভ্যুত্থানের জন্য করা হয়েছে, যা দাঙ্গায় প্রভাব ফেলেছে।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা গত রোববার বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করে। এ সময় তাঁরা রাজধানী ব্রাসিলিয়ায় জাতীয় কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। দাঙ্গাকালে সামরিক অভ্যুত্থানের আহ্বান জানিয়ে বিভিন্ন বার্তা রেখে যায় সমর্থকরা। এ ঘটনার পর এখন পর্যন্ত দেড় হাজারের বেশি দাঙ্গাকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

প্রেসিডেন্ট লুলা বলেছেন, তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেই ব্যাপক ক্ষতি করেছেন দাঙ্গাকারীরা। প্রেসিডেন্ট প্রাসাদের দরজা খুলে দিয়ে কর্মীরাও দাঙ্গায় সহায়তা করে থাকতে পারেন। কারণ, সেখানে কোনো দরজা ভাঙা নেই। এসব দমনে এখন থেকে প্রশাসন আরও কঠোর হবে বলে ঘোষণা দেন তিনি।

দাঙ্গায় উস্কানি ও অর্থদাতাদের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দাঙ্গায় অর্থ সহায়তার জন্য সন্দেহভাজন ৫২ ব্যক্তি এবং সাতটি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে।

বলসোনারোর মার্কিন ভিসা বাতিলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাঁদের বক্তব্য হলো, ব্রাজিলের নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত কাউকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া ঠিক নয়। তাঁর এই সফর বৈধ কিনা, তা যাচাই করে দেখার আহ্বানও জানিয়েছেন তাঁরা। তিনি প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে প্রবেশ করলেও এখন আর প্রেসিডেন্ট নন, বলে যুক্তি দেন আইনপ্রণেতারা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলসোনারো। তাঁদের রাজনৈতিক আচরণের মধ্যে বেশ মিল রয়েছে।

আরও পড়ুন

×