ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতিসংঘের তথ্য

মিয়ানমারে দুই বছরে জান্তা সরকারের হাতে নিহত ৩ হাজার

মিয়ানমারে দুই বছরে জান্তা সরকারের হাতে নিহত ৩ হাজার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৬:৫১

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত গত দুই বছরে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্য ও তাঁদের সহযোগীদের হাতে ২ হাজার ৮৯০ জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জান্তা সরকারের অধীনে মিয়ানমারের সামগ্রিক অবস্থা বিপর্যকর বলে উল্লেখ করে পরিস্থিতির উত্তরণে দেশটির সেনাবাহিনীকে বেসামরিক তত্ত্বাবধানে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর এএফপির।

শুক্রবার মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রায় দুই বছর পর জাতিসংঘের মানবাধিকারপ্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এই আহ্বান জানান। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির বেসামরিক সরকারের পতনের পর থেকে দেশটির মানবাধিকার পরিস্থিতি এখন গভীর সংকটে।

তিনি বলেন, বেসামরিক লোকজন হামলার প্রকৃত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। নির্বিচারে আর্টিলারি ব্যারেজ এবং বিমান হামলা, বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড, নির্যাতন ছাড়াও পুরো গ্রামই পুড়িয়ে ফেলা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য বলছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব ছাড়াও অন্তত ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে জান্তা সরকার। অভ্যুত্থানের পর থেকে প্রায় ১২ লাখ মানুষ দেশেই বাস্তুচ্যুত হয়েছে। নতুন করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ। তাদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর।

আরও পড়ুন

×