ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সেনা-বিদ্রোহী লড়াই

এক সপ্তাহে থাইল্যান্ডে পালিয়েছে মিয়ানমারের ৫ হাজার নাগরিক

এক সপ্তাহে থাইল্যান্ডে পালিয়েছে মিয়ানমারের ৫ হাজার নাগরিক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ২১:০৮

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ লড়াইয়ে কারণে এক সপ্তাহে প্রায় ৫ হাজার লোক সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালাতে বাধ্য হয়েছে।

এর মধ্যে গত বুধবার তিনটি কাভার্ডভ্যানে তালাবদ্ধ অবস্থায় অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ৮৯ জনকে উদ্ধার করেছে থাই পুলিশ, যাদের বেশিরভাগেরই অবস্থায়ই মৃতপ্রায়। খবর রয়টার্স ও খাওসোদ ইংলিশের।

মিয়ানমারের দক্ষিণ কারেন রাজ্যে বিদ্রোহীরা একটি সামরিক সীমান্ত রক্ষী চৌকিতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। দেশটির সামরিক সরকার বৃহৎ অঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। ভিন্নমত ও গণতন্ত্রপন্থি আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের ওপর চরম ধরপাকড় ও নির্যাতন চলাচ্ছে মিয়ানমার জান্তা সরকার, যা এরই মধ্যে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে।

থাই কর্মকর্তা ও এক সাহায্যকর্মী জানিয়েছেন, প্রায় ৫ হাজার মানুষ থাইল্যান্ডের তাক প্রদেশে প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। তাঁরা স্থানীয় বাসিন্দাদের স্থাপন করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।

আরও পড়ুন

×