ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আফগানিস্তানে বিশৃঙ্খলা নিয়ে ট্রাম্পকে দোষারোপ করল বাইডেন প্রশাসন

আফগানিস্তানে বিশৃঙ্খলা নিয়ে ট্রাম্পকে দোষারোপ করল বাইডেন প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ২৩:৪২ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ২৩:৪২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন একটি প্রতিবেদনে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহারের জন্য দায়ী করেছে।

১২ পৃষ্ঠার প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, বাইডেন তার পূর্বসূরি প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তগুলোর কারণে ‘চরমভাবে বাধাগ্রস্ত’ ছিলেন। সেখানে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার বা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছাড়া তার আর কিছুই করার ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তান থেকে আগেই বেসামরিক লোকদের নিরাপদে সরানো দরকার ছিলো।

ট্রাম্প এর প্রতিক্রিয়ায় বলেছেন, হোয়াইট হাউস একটি ‘বিভ্রান্ত্রিকর খেলা’ খেলছে। 

২০২০ সালের সেনা প্রত্যাহার চুক্তির আওতায় ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছিলেন। আফগানিস্তানে যুদ্ধের চূড়ান্ত সময়ে এক লাখেরও বেশি মার্কিন সেনা থাকলেও জানুয়ারিতে বাইডেন যখন দায়িত্বে আসেন তখন আফগানিস্তানে মাত্র সাড়ে তিন হাজার মার্কিন সেনা অবশিষ্ট ছিল।

ট্রাম্পের মতো বাইডেনও এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার প্রশাসন মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত আফগান সামরিক শক্তির সক্ষমতার হিসাবে ভুল করেছে। এ কারণেই সেনা প্রত্যাহারের সময়সীমার কয়েক সপ্তাহ আগেই তালেবান দেশের বড় অংশের দখল নেয়। আফগানিস্তানে ২০ বছরের এই সংঘর্ষে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা এবং আনুমানিক দুই লাখ ৪০ হাজার আফগান নাগরিককে জীবন দিতে হয়েছে। খরচ হয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন

×