ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি

ভারতে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০৯:৩১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১০:৪০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের বাঘ শুমারির সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন। দেশটিতে বর্তমানে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি। 

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় উইন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা ছিল, ২০০৬ সালে ১ হাজার ৪১১টি, ২০১০ সালে ১ হাজার ৭০৬টি, ২০১৪ সালে ২ হাজার ২২৬টি, ২০১৮ সালে ২ হাজার ৯৬৭টি এবং ২০২২ সালে ৩ হাজার ১৬৭টি। 

কর্ণাটকের বাঘ সংগ্রহ কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- টুইটার। 

'প্রজেক্ট টাইগার' এর ৫০ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাঘ সংগ্রহ কেন্দ্রে রয়েছেন। সেখানেই তিনি বাঘ শুমারির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।   

'প্রজেক্ট টাইগার'-এর ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অধিবেশনে, প্রধানমন্ত্রী 'আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স' চালু করেন, যা বাঘ এবং সিংহসহ বিশ্বের সাতটি বড় বিড়াল সুরক্ষা এবং সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে।


এসময় তিনি 'অমৃত কাল কা টাইগার ভিশন' নামে একটি বই প্রকাশ করেছেন, যা আগামী ২৫ বছরে বাঘ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।

আরও পড়ুন

×