এ বছরের শুরুতেই ভূমধ্যসাগর পাড়িতে মৃত্যু ৪ শতাধিক: আইওএম

ছবি: রয়টার্স।
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০৫:৩০
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরের তিন মাসে ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম বুধবার এ কথা জানিয়েছে।
আইওএমের মহাপরিচালক জেনারেল অ্যান্টনিও ভিটোরিনো বলেছেন, ভূমধ্যসাগরে যে সংকট চলছে তা অসহনীয়। উত্তর আফ্রিকা থেকে ইউরোপ রুটে ২০১৪ সাল থেকে এই রুটে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশগুলোর এ বিষয়ে কিছু করা উচিত।
- বিষয় :
- ভূমধ্যসাগর
- আইওএম