এসি চালালে টান পড়ছে পকেটে, গাড়ি গোবরে ঢাকলেন চালক!

কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ১৩:২২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ১৩:২৮
ভারতজুড়ে চলছে তীব্র দাবদাহ। অন্যদিকে পেট্রোল-ডিজেলের দামও চড়া। তীব্র গরমে গাড়ি ঠান্ডা রাখার জন্য এসি চালাতে গেলে টান পড়ছে ট্যাক্সিচালকদের পকেটে। এ অবস্থায় ঠান্ডা রাখতে গাড়িতে লাগানো হলো গোবর!
দুই বছরের বেশি সময় যাত্রীদের সুবিধার কারণে সরকারের নির্দেশে বাড়েনি না ট্যাক্সি ভাড়া। অন্যদিকে তরতর করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে ভারত সস্তায় জ্বালানি তেল কিনলেও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। প্রতিদিনই মুনাফা কমছে ট্যাক্সিচালকদের। তার ওপর এমন তীব্র গরমে যাত্রীরা ট্যাক্সিতে উঠলেই চালককে বলছেন এসি চালাতে। ফলে মূল্যবৃদ্ধির টান সরাসরি পড়েছে ট্যাক্সিচালকদের পকেটে। এমন অবস্থায় জ্বালানির দাম কমানোর দাবিতে সরব হয়ে গাড়িতে গোবর লাগিয়ে বুধবার প্রতীকী বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেস প্রভাবিত ট্যাক্সিচালক সংগঠনের ট্যাক্সি চালকেরা।
সংগঠনটির তৃণমূল নেতা বলেন, বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক দিলীপ ঘোষ বলছেন- গরুর দুধে সোনা থাকে। তাহলে গোবর লাগিয়েও গাড়ি ঠান্ডা হওয়া সম্ভব।
ট্যাক্সিটির চালক পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দাম সম্পর্কে খানিকটা ক্ষোভের সুরে বলেন, 'আমি তিন দিন ধরে গাড়িতে গোবর লাগিয়ে চালাচ্ছি। এতে গাড়ি ঠান্ডা থাকে। পেট্রোল-ডিজেলের যেভাবে দাম বেড়েছে তাতে এসি চালিয়ে গাড়ি ঠান্ডা রাখার চেয়ে গোবর লাগানো ভালো।'
যদিও তৃণমূলের এমন প্রতীকী ক্ষোভের পাল্টা হিসেবে স্থানীয় বিজেপি নেতা পাপ্পু সিং বলেন, 'যে মারাত্মক গরম পড়েছে তাতে এসি বা কুলার কোনোটাই ঠিকমত কাজ করছে না, তাই গোবর লাগিয়ে যদি গাড়ি ঠান্ডা হয় এতে আমি কোনো রাজনীতি দেখছি না। তৃণমূলের নেতাকর্মীরা পেট্রোল-ডিজেলের দাম সম্পর্কে যা বলছেন তাতে আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, এই রাজ্যে পেট্রোলের ওপর ২৫ শতাংশ এবং ডিজেলের ওপর ১৭ শতাংশ ভ্যাট আছে। আমি তৃণমূলের বন্ধুদের বলবো- তারা দিদিকে অনুরোধ করে এই বিপুল ভ্যাট কমাতে বলুন। তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। যে সমস্ত গাড়ির মালিক বা চালক পেট্রোল-ডিজেলের দামের জন্য এসি চালাতে পারছেন না তাদের জন্য ভালো হবে। তাই মানুষকে ভুল না বুঝিয়ে, বিভ্রান্ত না করে তৃণমূল কর্মীদের বলছি- দিদিকে বোঝান, যাতে পেট্রোল-ডিজেলের ওপর থেকে ভ্যাট কমিয়ে দেন।'
প্রসঙ্গত, গোবর লাগিয়ে গাড়ি ঠান্ডা করার এই পদ্ধতি ভারতে নতুন নয়। এর আগে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের এক হোমিওপ্যাথিক চিকিৎসক সুশীল সাগর তাঁর গাড়ি ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দিয়ে দেন। চার বছর আগে আমেদাবাদের গৃহবধূ সেজল শাহ ৪৫ ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচতে ও গাড়ি গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে নিজের গাড়িকে গোবর দিয়ে প্লাস্টার করিয়েছিলেন।
- বিষয় :
- দাবদাহ
- ভারতে দাবদাহ
- অফবিট