ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কর্ণাটক

সিদ্দারামাইয়ার শপথে বিজেপিবিরোধী সব দলকে আমন্ত্রণ

সিদ্দারামাইয়ার শপথে বিজেপিবিরোধী সব দলকে আমন্ত্রণ

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী শিবকুমার

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৩ | ০৯:৫২ | আপডেট: ১৯ মে ২০২৩ | ০৯:৫২

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শপথ নেবেন শনিবার। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য শুধু দলের শীর্ষ নেতাদেরই নয়, কংগ্রেস আমন্ত্রণ জানিয়েছে ভারতের বিজেপিবিরোধী সব রাজনৈতিক দলগুলোকে। আমন্ত্রণ পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই একে একে বিভিন্ন নেতাদের আমন্ত্রণ পাঠানো শুরু হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, বিআরএস প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, এনসিপি প্রধান শারদ পওয়ার, বিহারের মুখ্যমন্ত্রী ও জিডিইউ নেতা নিতিশ কুমার, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, সিপিআই নেতা ডি রাজা, সিপিআইএম নেতা প্রকাশ করাত, সিপিআইএম নেতা ও সংসদ সীতারাম ইয়েচুরি মতো শীর্ষ রাজনৈতিক নেতাদেরও।

রাজনৈতিক মহলের কথায়, এই অনুষ্ঠানে বিজেপিবিরোধী জোটের নেতাদের ডাক পাওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মমতা এবং অখিলেশ দুুুুু’জনই বিজেপিবিরোধী জোট গঠনের পক্ষপাতি। দু’জনেরই দাবি, যে দল যেখানে শক্তিশালী, সেই দল সেখানে বিজেপির বিরুদ্ধে লড়বে। 

কর্নাটকে কংগ্রেসের জয়ের পর মমতা তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন, কর্নাটকে মানুষকে এই জয়ের জন্য অভিবাদন। তাঁরা পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন। মমতা সেদিন কংগ্রেসকে নিয়ে একটা শব্দও খরচ করেননি। 

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় কংগ্রেস বিজেপিবিরোধী দলগুলোকে কর্নাটকের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির করে দক্ষিণে নিজের শক্তি প্রদর্শন করতে চাইছে। এর আগে ভারতজড়ো যাত্রার শেষ চরণে জম্মু-কাশ্মীরে বিরোধী নেতাদের সামনে উত্তরে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল কংগ্রেস।

রাজনৈতিক বিশেষজ্ঞ কৃষ্ণ প্রসাদ বসু বলেন, এর মাধ্যমে কংগ্রেস বুঝিয়ে দিতে চাইছে ভারতের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কংগ্রেসের শক্তি এখনও একমাত্র বৃহৎ বিরোধী রাজনৈতিক শক্তি। আঞ্চলিক দলগুলোর জোট কংগ্রেসকে ছাড়া কখনও সফল হবে না

তৃণমূল কংগ্রেস সূত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার কথা জানানো হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না। তার বদলে কর্ণাটক যাবেন লোকসভার এমপি কাকলি ঘোষ দস্তিদার। তবে এম কে স্তালিন, কেসিআর, নিতীশ কুমার, শারদ পাওয়ারসহ একাধিক বাম নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। 

প্রসঙ্গত, ১৩ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই। কিন্তু তার ইস্তফার পর পাঁচদিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেননি। মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন এই নিয়ে টানাপোড়েনের কারণে পিছিয়ে দিতে হয়েছে শপথ গ্রহণের নির্ধারিত দিন। 

অবশেষে বৃহস্পতিবার জট কেটেছে। কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। তাঁর উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডিকে শিবকুমার। শনিবার কর্নাটকে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক বিজেপি বিরোধী নেতারা।  


আরও পড়ুন

×