কোটি টাকায় বিক্রি হবে মাইকেল জ্যাকসনের হ্যাট

কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৩ | ০৫:৩৪ | আপডেট: ২২ জুন ২০২৩ | ০৫:৩৪
কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের কালো রঙের হ্যাট (টুপি) নিলামে উঠতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে হ্যাটটি নিলামে তোলা হবে। সেখানে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে (প্রায় ৭০ লাখ ৮৬ হাজার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) এটি সংগ্রহ করা যেতে পারে। ওই নিলামে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক তোলা হবে। খবর- এএফপি
১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরেছিলেন জ্যাকসন। গান পরিবেশনের সময় তিনি ‘মুনওয়াক’ নাচ করেন, পরবর্তী যা তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।
আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।
- বিষয় :
- মাইকেল জ্যাকসন
- নিলাম