মিষ্টি কুমড়ার ওজন ৯৮৬ কেজি!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০১:০৩ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ | ০১:২০
সাধারণভাবে একটি মিষ্টি কুমড়ার ওজন ৫ থেকে ৭ কেজি পর্যন্ত হতে পারে। তাই বলে ৯৮৬ কেজি! এটা কি করে সম্ভব? কিন্তু সম্প্রতি এমন ওজনের একটি মিষ্টি কুমড়া ফলিয়ে রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক কৃষক।
সান ফ্রান্সিসকো ক্রনিকলের খবর অনুযায়ী, লিওনার্দো উরেনা নামের ক্যালিফোর্নিয়ার এক কৃষক গ্রীষ্মে ১২০০ বর্গফুট পরিমাণে জায়গা নিয়ে মিষ্টি কুমড়ার চাষ শুরু করেন। তিনি এ জমির পেছনে প্রচুর সময় ব্যয় করেন। রাতে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়ে পুরোটা সময়ই তিনি ব্যয় করেছেন মিষ্টি কুমড়ার পরিচর্যার পেছনে।
গত দুই যুগ ধরে উরেনা মিষ্টি কুমড়া উৎপাদনে রেকর্ড গড়ার স্বপ্ন দেখছিলেন। অবশেষে তিনি সাফল্যের দেখা পেলেন। গোটা দেশে তার উৎপাদিত মিষ্টি কুমড়াটিই সর্বোচ্চ ওজনের বলে স্বীকৃত হয়েছে। এজন্য তিনি ‘সেফটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ এ শ্রেষ্ঠ পুরস্কার জিতেছেন। সেই সঙ্গে ‘গ্রাণ্ড চ্যাম্পিয়ন গ্রোয়ার ২০১৯’ পদবীতেও তিনি ভূষিত হয়েছেন। পুরস্কার হিসেবে উরেনা পেয়েছেন ১৫ লাখ ২২৫ ডলার, বাংলাদেশী টাকায় যার মূল্য ১২ লাখ টাকারও বেশি।
- বিষয় :
- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্র-কানাডা