ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কঙ্গোতে বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত, আহত ১৮

কঙ্গোতে বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত, আহত ১৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০৩:২৪

ডেমোক্রেট রিপাবলিক কঙ্গোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন,  গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন।

রবিবার স্থানীয় সময় রাত ১ টায় রাজধানী কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে মাবাঞ্জা নাং শহরে এ দুর্ঘটনা ঘটে। 

রেডক্রসের মূখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে জানান, লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির উপর গড়িয়ে পড়ে। তখনই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।

সিয়ালা জানান, তারা মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছেন।

দুর্ঘটনায় আহত এক বাস যাত্রী জানান, বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে অনেকেই আগুনে পুড়ে গেছেন। 

উল্লেখ্য, সড়কে দুর্বল অবকাঠামো এবং যানবাহনে ত্রুটি থাকায় কঙ্গোতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। সূত্র : কাতার ট্রিবিউন, জিনেস স্ট্যান্ডার্ড

আরও পড়ুন

×