ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দামে লাগাম টানতে নেপালি টমেটো আমদানি ভারতে

দামে লাগাম টানতে নেপালি টমেটো আমদানি ভারতে

নেপালি টমেটো (ছবি-সংগৃহীত)

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৫৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৭:১৩

টমেটোর দামে লাগাম টানতে এবার প্রতিবেশী নেপালের দ্বারস্থ হয়েছে ভারত। ভারতের অনুরোধে সাড়া দিলেও বেশকিছু বাণিজ্যিক শর্ত দিয়েছে নেপাল। নেপালের কিছু শর্ত মেনে নেওয়ায় এরই মধ্যে ভারতে আসতে শুরু করেছে নেপালি টমেটো। ফলে দাম কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লি, বিহারসহ উত্তর, উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে। 

সম্প্রতি ২৫০ পেরিয়ে ২৬০-২৭০ রুপিতে কিনতে হচ্ছে এক কেজি টমেটো। দিল্লি থেকে মুম্বাই দেশের সর্বত্র এমন দাম। এ অবস্থায় বাজার স্বাভাবিক করতে গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে নেপাল থেকে টমেটো এনে পরিস্থিতি সামাল দেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন।

গত জুন-জুলাই মাসে ভারতে যখন টমেটোর দাম আকাশছোঁয়া, সে সময় উল্টো পরিস্থিতি ছিল নেপালে। দেশটির টমেটোর বাক্স খ্যাত কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরে এত পরিমাণ টমেটো চাষ হয় যা গোটা নেপালের মোট চাহিদার থেকেও বহু গুণে বেশি।প্রতিবছরই টমেটোর প্রত্যাশিত দাম না পেয়ে বিক্ষোভে নামেন দেশটির চাষিরা। নেপালি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরেও প্রায় ৬০ থেকে ৭০ হাজার কেজি টমেটো রাস্তায় ফেলে প্রতিবাদ দেখিয়েছিলেন নেপালের চাষিরা। কারণ নেপালে কেজি প্রতি টমেটোর বিপরীতে সে সময় ১০ রুপিও পাচ্ছিলেন না কৃষক।

নেপালের অভ্যন্তরীণ বাজারে বহুমূল্যের টমেটোর এমন ছড়াছড়ি দেখে সুযোগ খুঁজে নেয় ভারত। নেপালকে অনুরোধ করা হয় তাদের অতিরিক্ত টমেটো যেন ভারতকে রপ্তানি করা হয়। এরপরই চলতি সপ্তাহ ভারতে টমেটো রপ্তানি শুরু করে নেপাল। এর ফলে মাত্র ৫০-৬০ রুপিতে নেমে আসে উত্তর ভারতের রাজ্যগুলোতে টমেটোর দাম। যদিও দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ঠিক কত পরিমাণ টমেটো রপ্তানি করা হয়েছে তার পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে নেপালি ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে- শর্তসাপেক্ষে যে টমেটো রপ্তানি করা হয়েছে তার পরিমাণ খুব বেশি নয়। 

জানা গেছে, টমেটো রপ্তানি করলেও পরিবর্তে ভারতের বিশাল মার্কেটের প্রবেশাধিকার চেয়ে ভারতকে শর্ত চাপিয়েছে নেপাল। নেপালের মার্কেট ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডাইরেক্টর বিনায়ক শ্রেষ্ঠা বলেন, ভারতকে তারা তখনই বড় মাত্রায় রপ্তানি করবে যখন ভারত তাদের রপ্তানি বাজারের বড় অংশে নেপালকে সারাবছর রপ্তানির সুযোগ করে দেবে। 

প্রসঙ্গত, ভারত নেপালের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। দুই পক্ষের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৬০ হাজার কোটি টাকার। এর মধ্যে নেপাল প্রতিবছর প্রায় ৫৫ হাজার কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি করলেও রপ্তানি করে মাত্র ৩৫০০ কোটি রুপির পণ্য। 

এমন অবস্থায় দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনতে কৃষি পণ্যকেই হাতিয়ার করতে চাইছে নেপাল। 

যদিও ভারত বলছে, নেপাল যখনই সুযোগ পেয়েছে ভারতের পণ্য আটকাতে রপ্তানি পণ্যের ওপর নতুন নতুন ট্যাক্স আরোপ করেছে। 

এদিকে নেপালের এমন শর্তে বাজার হারানোর ভয়ে ক্ষেপেছেন ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন

×