মস্কোয় বড় হামলার ইঙ্গিত জেলেনস্কির

সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন অস্ত্র তৈরির দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে এগুলো হামলা চালাতে সক্ষম। পশ্চিম রাশিয়ার একটি বিমানবন্দরে বুধবার হামলায় কয়েকটি রুশ সামরিক বিমান ধ্বংস হওয়ার এক দিন পর এ ঘোষণা দিলেন জেলেনস্কি। অস্ত্রটি ইউক্রেনের কৌশলগত শিল্প মন্ত্রণালয় তৈরি করেছে। তবে জেলেনস্কি এটি সম্পর্কে আর কোনো তথ্য দেননি।
বৃহস্পতিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন, আমাদের নতুন ইউক্রেনীয় অস্ত্রের পরিসর এখন ৭০০ কিলোমিটার। আমরা এটিকে আরও শক্তিশালী করব।
রাশিয়ার পশ্চিম অঞ্চল পসকভে শুক্রবার সকালে একটি অজ্ঞাত বস্তু শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন এক রুশ কর্মকর্তা। একই অঞ্চলে ইউক্রেনীয় বিমান হামলায় বুধবার চারটি রুশ সামরিক বিমান ধ্বংস হয়। যদিও ইউক্রেন খুব কমই সরাসরি রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট হামলার বিষয়ে মন্তব্য করে। তবে ইউক্রেনীয় বাহিনী পসকভে হামলার পিছনে ছিল, এটা বৃহস্পতিবার জেলেনস্কির বক্তব্যে আভাস মিলেছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের সংঘাতের অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আশা কখনও শেষ হয় না। তবে আমি অবশ্যই মিথ্যা বলব, যদি আমি বলি– আমি বিশ্বাস করি আমরা অবিলম্বে ইউক্রেনে শান্তির সম্ভাবনা দেখছি। ইউক্রেন নিয়ে প্রশ্নে এ কথা বলেন জাতিসংঘপ্রধান। অন্যদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন আঘাত হানা কুরচাটভের কাছে কুরস্ক শহরে রাশিয়ার বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রয়েছে। শুক্রবার ভোরে চালানো হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর সিএনএনের।
- বিষয় :
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
- মস্কো
- জেলেনস্কি