রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
অস্ত্র চুক্তি করতে মস্কোয় কিম

ছবি: মিন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০১:১৫
রাশিয়ার উদ্দেশে একটি সামরিক ট্রেনে উত্তর কোরিয়া ছেড়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। এ সময় দুই দেশের মধ্যে একটি অস্ত্র চুক্তি হওয়ার কথা রয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে তাঁর বাহিনী উল্লেখজনক কিছু সাফল্য পেয়েছে। তাঁর আশা, দেশের দক্ষিণ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার ক্ষেত্রে তাঁর বাহিনী ভবিষ্যতে আরও সাফল্য পাবে। রোববার এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন। তবে বেলগোরোদ অঞ্চলে সীমান্তের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানান, পুতিন যদি ২০২৪ সালের জি২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আসেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে না। দিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের সাইডলাইনে লুলা ফার্স্টপোস্ট নিউজ শোতে শনিবার জানান, পুতিনকে আগামী বছরের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তবে সোমবার এ মন্তব্য প্রত্যাহার করেন তিনি।
এ ছাড়া পুতিন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে তাঁর সঙ্গে লড়াই করার মতো প্রকৃত কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না বলে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম আরবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। খবর সিএনএন ও আলজাজিরার।
- বিষয় :
- অস্ত্র চুক্তি
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
- মস্কো
- কিম