হামাস-ইসরায়েল যুদ্ধ
এক সপ্তাহেই নিহত অন্তত ১১ সাংবাদিক

ছবি: আল–জাজিরা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৩
হামাস ও ইসরায়েলের যুদ্ধে গত এক সপ্তাহেই অন্তত ১১ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জন ফিলিস্তিনি। এ ছাড়া একজন লেবানিজ ও একজন ইসরায়েলি। একজন ইসরায়েলি সাংবাদিক নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু সাংবাদিক।
শনিবার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) বরাতে নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্যাপক উচ্ছেদ, বিমান হামলা, স্থলযুদ্ধ এবং তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে গাজা-ইসরায়েল যুদ্ধ রিপোর্টিং করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
নিউইয়র্কভিত্তিক সিপিজে জানায়, গাজা এবং এর আশপাশে নিহত, আহত ও নিখোঁজ সাংবাদিকদের খোঁজে অধিকতর তদন্ত চালাচ্ছে তারা। শুক্রবার লেবাননে ইসরায়েলি হামলায় রয়টার্সের এক ভিডিওগ্রাফার নিহত এবং অন্তত ছয় সাংবাদিক আহত হয়েছেন।
সিপিজের মধ্যপ্রাচ্যবিষয়ক সমন্বয়ক শেরিফ মনসুর বলেন, ‘গাজার সাংবাদিকরা তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের পরিবারকে সরিয়ে নেওয়া এবং তাদের সুরক্ষার জন্যও কাজ করছেন। অনেকে তাদের বাড়িঘর এবং অফিস হারিয়েছেন, কেউ কেউ হাসপাতালে কাজ করছেন। কারণ এটিই একমাত্র জায়গা, যেখানে তারা বিদ্যুৎ এবং ইন্টারনেট পেতে পারেন।’
মনসুর বলেন, সাংবাদিকরাই এখন সবচেয়ে অরক্ষিত কিন্তু সবচেয়ে প্রয়োজনীয়। কারণ তারাই আমাদের জানাচ্ছেন, সেখানে কী ঘটছে।
মোহাম্মদ মাহভিশ (২৪) নামে এক ফ্রিল্যান্স সাংবাদিক গাজা থেকে শুক্রবার একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। যেখানে তিনি বলেন, ‘এখানে খুবই মর্মান্তিক ও খারাপ অবস্থা। আমাকে দীর্ঘ সময়ের জন্য না পাওয়া গেলে ধরে নিতে হবে আমার ফোনের চার্জ ও ইন্টারনেট ব্যালেন্স নেই। জানি না, তখন কী হবে বা কীভাবে রিপোর্ট করব।’
শুক্রবার গাজা থেকে ১০ লাখের বেশি মানুষকে ইসরায়েল সরে যেতে বলার পর সেখানে সাংবাদিকদের জন্যও কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সপ্তাহের শুরুতে ইসরায়েলের বিমান হামলায় আল-খামসা নিউজের প্রধান সম্পাদক সাঈদ আল-তাওয়াইল নিহত হন। শোকাহত মানুষ তাঁর মরদেহ বহন করেন, এ সময় প্রেস লেখা একটি নীল রঙের হেলমেট সেখানে রাখা ছিল।