ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিজবুল্লাহ’র সামরিক স্থাপনায় সিরিজ হামলার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ’র সামরিক স্থাপনায় সিরিজ হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েল-লেবানন সীমান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ০৩:৪৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৩:৫৮

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে লেবাননের হিজবুল্লাহদের সামরিক স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে তারা। শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যে লেবাননেন বেশ কয়েকটি স্থাপনায় এসব হামলা চালানো হয়। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর-বিবিসি 

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক্স এ একটি পোস্টে বলেছে, লেবাননের হিজবুল্লাহদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে লক্ষ্য করে ছোড়া হয়।

হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। তাদের হাতে দূরপাল্লার রকেট রয়েছে যা ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানতে পারে। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে মাসব্যাপী যুদ্ধে তারা এসব ক্ষেণণাস্ত্র ব্যবহার করেছিল।

দুই সপ্তাহ আগে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মাত্র ৬০ লাখ জনসংখ্যার ছোট্ট দেশ লেবানন ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সহিংসতার কারণে অর্থনৈতিক মন্দায় ভুগছে। এর মধ্যে আবার নতুন করে সংঘাতের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার মানুষ। 

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মতো হিজবুল্লাহ যোদ্ধাদেরও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়।

গত সপ্তাহে ইরান-সমর্থিত সংস্থার একটি বিবৃতি অনুসারে, সোমবার ইসরায়েলি গোলাগুলিতে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছেন। এ হামলায় দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি ডেপুটি কমান্ডার এবং দুই ফিলিস্তিনি যোদ্ধাও নিহত হয়েছেন। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক গাড়িতে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী হামলার ‘চূড়ান্ত’ জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।

আরও পড়ুন

×