ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১২ স্বজন হারানোর পরদিনই কাজে সেই সাংবাদিক

১২ স্বজন হারানোর পরদিনই কাজে সেই সাংবাদিক

আলজাজিরার ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদুহ। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০০:২৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০০:২৬

ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় নিহত পরিবারের ১২ সদস্যকে সমাহিত করার এক দিন পরই কাজে ফিরেছেন গাজায় আলজাজিরার ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদুহ। বৃহস্পতিবার হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলজাজিরার ডিজিটাল চ্যানেল এজে প্লাসে পোস্ট করা এক ভিডিওতে ওয়ায়েল আল-দাহদুহ জানান, তাঁর পরিবারের সদস্যরা মারা গেলেও দ্রুত কাজে ফেরা তাঁর ‘দায়িত্ব’ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, এখনও সর্বত্র হামলা চলছে। ভিডিওতে দেখা যায়, কাছাকাছি একটি জায়গা থেকে ধোঁয়া উড়ছে। সেদিকে আঙুল দেখিয়ে ওয়ায়েল যোগ করেন, এটা হচ্ছে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণের পরবর্তী দৃশ্য এবং হামলা থামছে না।

বুধবার ইসরায়েল দক্ষিণ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায়। এ হামলায় নিহত হন ওয়ায়েলের স্ত্রী আমনা (৪৪), ছেলে মাহমুদ (১৬), মেয়ে শাম (৭) ও অপ্রাপ্তবয়স্ক নাতি অ্যাডাম। পরিবারের আরও আটজন সদস্যও এ হামলায় প্রাণ হারান, যাদের মধ্যে আছেন তাঁর চাচাতো ভাইয়ের মেয়ে হাদির ও তাঁর চার সন্তান। তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশ মেনে উত্তর গাজা ছেড়ে দক্ষিণে এসে আশ্রয় নিয়েছিলেন। ওয়ায়েলের বড় মেয়ে বিসান (২৭) সে সময় শিবিরে না থাকায় প্রাণে বেঁচে যান। তাঁর আরও চার ভাইবোন– সোনদোস, খোলুদ, বাতুল ও ইয়াহিয়া আহত অবস্থায় আল-আকসা মার্টায়ার্স হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শাশুড়ি হানান (৮১) হামলায় বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন। 

এজে প্লাস নেটওয়ার্কের ভিডিওতে ওয়ায়েল জানান, তিনি অনেকের কাছ থেকে শোকবার্তা ও সান্ত্বনার বাণী পেয়েছেন, যার জন্য তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুন

×