ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রভাব পড়বে ইসরায়েল-ভারতসহ মিত্র দেশের ওপরও

স্পাইওয়্যার অপব্যবহারে ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

স্পাইওয়্যার অপব্যবহারে ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছবি: সংগৃহীহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৩৭ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৪৭

বাণিজ্যিক স্পাইওয়্যার বা নজরদারি সামগ্রীর অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বাণিজ্যিক স্পাইওয়্যার অপব্যবহারে জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সোমবার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির এ পদক্ষেপের ফলে ইসরায়েল, ভারত, জর্ডান, হাঙ্গেরিসহ প্রধান মিত্র দেশগুলোর ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। খবর দ্য গার্ডিয়ানের। 

এর আগেও বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহার নিষিদ্ধ করতে নির্বাহী আদেশ জারি করে মার্কিন সরকার। নতুন এই ভিসা নীতির আওতায় স্পাইওয়্যার অপব্যবহারে জড়িত ব্যক্তির পরিবারের সদস্যরা, বিশেষ করে স্ত্রী-সন্তানরাও থাকবেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কারণ, এর মাধ্যমে সহজে দমনপীড়ন চালানো যায়, তথ্যের অবাধ প্রবাহ সীমিত করা যায় এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়। এটি ব্যক্তির গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকারকে হুমকির মুখে ফেলছে। নির্বিচারে আটক, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে এ ধরনের স্পাইওয়্যারের ব্যবহার দেখা যাচ্ছে। তাছাড়া এসব সরঞ্জামের অপব্যবহার মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্সের জন্য হুমকি তৈরি করছে। 

বিবৃতিতে আরও বলা হয়, উল্লেখিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এ ক্ষেত্রে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের মধ্যে স্বামী বা স্ত্রী এবং যে কোনো বয়সের সন্তান অন্তর্ভুক্ত হবেন। 

ইসরায়েলের এনএসও গ্রুপকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত এবং মার্কিন সরকারের নিজস্ব বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহার নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারির তিন বছর পর এই পদক্ষেপ এলো। বিশ্বের বাণিজ্যিক স্পাইওয়্যারের সিংহভাহ উৎপাদন করে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো। 

ঘনিষ্ঠ মিত্ররা ব্যবহার করলেও এই স্পাইওয়্যারের বিস্তার বছরের পর বছর ধরে মার্কিন সরকারের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, বিদেশে অবস্থানরত মার্কিন সরকারের কর্মকর্তা, কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নজরদারি করা হয়। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, সাম্প্রতিক বছরগুলোয় ১০টি দেশ ও তিনটি মহাদেশে ৫০ জনের বেশি মার্কিন কর্মী স্পাইওয়্যার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন। 

আরও পড়ুন

×