নাভালনিকে শ্রদ্ধা জানাতে গিয়ে ৪ শতাধিক গ্রেপ্তার, কারাদণ্ড

ছবি- এপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৪৫
রাশিয়ার বিরোধীদলীয় প্রধান নেতা আলেক্সি নাভালনির প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া চার শতাধিক সমর্থক ও শোকাহত মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অনেককেই তাড়াহুড়া করে কারাদণ্ড দেওয়া হচ্ছে। খবর গার্ডিয়ানের।
সাইবেরিয়ার একটি কুখ্যাত কারাগারে ৪৭ বছর বয়সী নাভালনির আকস্মিক মৃত্যুতে অনেক রাশিয়ানের স্বপ্ন ভেঙে গেছে। কারণ, তারা ভবিষ্যতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাঁর মাধ্যমেই জয়ের আশা করেছিলেন।
নাভালনি ছিলেন পুতিনবিরোধী ও কট্টর সমালোচক। একাধিক মামলায় কারাদণ্ড পাওয়ার পরও তিনি ক্রেমলিনের বিরুদ্ধে কথা বলা থামাননি। ফলে মৃত্যুর সংবাদ প্রকাশ করার পরপরই রাশিয়ার মস্কোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ এই রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাতে বের হন। কিন্তু তাদের ওপর দমনপীড়ন চালায় পুলিশ।
ওভিডি-ইনফো নামের একটি মানবাধিকার গ্রুপের তথ্যমতে, গত শনিবার রাতে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রুপটি জানিয়েছে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ২০০ জনেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে। বাদ যাননি অ্যাপোস্টলিক অর্থোডক্স চার্চের এক পুরোহিতও। তিনি নাভালনির স্মৃতিচারণ অনুষ্ঠান করার কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছিলেন। এতেই তাঁকে শনিবার গ্রেপ্তার করা হয়।
এপি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের আদালত শুক্রবার আটককৃতদের মধ্যে ৪২ জনকে এক থেকে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ৯ জনকে জরিমানা করা হয়েছে।
ওভিডি-ইনফোর তথ্যানুসারে মস্কোতে অন্তত ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনকে দক্ষিণের শহর ক্রাসনোদার এবং ব্রায়ানস্ক শহরে আরও দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে।
নাভালনির মৃত্যুর ঘটনা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক মাসখানেক আগে হলো। এর মাধ্যমে পুতিন আরও ছয় বছর ক্ষমতায় থাকবেন– এটা নিশ্চিত হয়ে গেছে। কারণ, নাভালনি ছাড়া তাঁর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই।
এদিকে, এখনও তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট করে কিছু জানায়নি দেশটির সরকার। রোববার পর্যন্ত কর্তৃপক্ষ তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেনি। কখন লাশ হস্তান্তর করা হবে, তাও বলছে না।
নাভালনির মৃত্যুর ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেছেন, তিনি অসুস্থ ছিলেন, নাকি কোনো সমস্যা ছিল– এটি তদন্তের আগে মৃত্যুর বিষয়ে কোনো অবস্থান নেওয়া উচিত নয়। তাঁর এই মন্তব্যে বোঝা যায়, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা সফল হয়নি। লুলা বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠিক হয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অকারণে যুদ্ধকে দীর্ঘায়িত করেছে বলেও দাবি করেন ব্রাজিলের নেতা।
- বিষয় :
- নাভালনি