পাকিস্তানে বৃষ্টি-তুষারপাতে ২৯ জনের মৃত্যু

প্রতীকী ছবি, রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ১৭:৪১ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ১৮:০০
পাকিস্তানে গত কয়েকদিনের বৃষ্টি ও তুষারপাতে ২৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জনই শিশু। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়াতে। খবর হিন্দুস্তান টাইমসের
বৃষ্টি ও তুষারে কেবল খাইবার পাখতুনখাওয়াতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। যার মধ্যে ১৪ জন শিশু।
প্রাদেশিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, বৃষ্টি ও তুষারপাতের কারণে সড়কগুলো বন্ধ হয়ে গেছে। এতে করে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেগুলো খুলে দেওয়ার কাজ চলছে।
বৃষ্টি ও তুষারে সাধারণ মানুষের মৃত্যুর পাশপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া তুষারের নিচে আটকা পড়েছে অনেক পশুপাখিও।
পিডিএমএ বলছে, এই বৃষ্টি ও তুষারপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে।