ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাঝ আকাশে দুই পাইলটের আধা ঘণ্টা ঘুম

মাঝ আকাশে দুই পাইলটের আধা ঘণ্টা ঘুম

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ১৪:৪১ | আপডেট: ১২ মার্চ ২০২৪ | ১৫:১৪

১৫৩ জন যাত্রী ও ক্রু নিয়ে উড়োজাহাজ উড়ছিল মাঝ আকাশে। ককপিটে ছিলেন দুই পাইলট। উড়ন্ত বিমানের মধ্যে দু’জনই ঘুমিয়ে যান। তাও এক-দুই মিনিট নয়, পাক্কা ২৮ মিনিট ঘুমিয়েছেন তারা। এ জন্য সাময়িক বরখাস্ত হয়েছেন দু’জনই। চলছে তদন্ত।

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি রাজ্যের কেন্দারি থেকে রাজধানী জাকার্তা যাওয়ার সময় বাটিক এয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি ছিল দেশটির অভ্যন্তরীণ পথে চলাচলকারী বাটিক এয়ারের এ৩২০ মডেলের। যদিও শেষ পর্যন্ত বড় কোনো বিপদ হয়নি। জাকার্তায় নিরাপদে অবতরণ করেছে বিমানটি। আরোহীরা ভালো আছেন।

বিমানের ৩২ বছর বয়সী পাইলট জানান, উড্ডয়নের আধা ঘণ্টা পর কোপাইলট বিমানের নিয়ন্ত্রণ নেন। কারণ তাঁর বিশ্রামের প্রয়োজন ছিল। তিনি বিশ্রাম নিতে চাইলে ২৮ বছর বয়সী কোপাইলট তাতে রাজি হন। তবে পাইলট ঘুমিয়ে গেলে কোপাইলটেরও ঘুম পায়। এরপর পাইলটের আগে ঘুম ভাঙে। তিনি বুঝতে পারেন কোপাইলটও ঘুমিয়ে রয়েছেন। তিনি বিমানের নিয়ন্ত্রণ নেন। নিয়ন্ত্রণকক্ষ থেকে যোগাযোগ করা হলে তাতে সাড়া দেন। জাকার্তায় বিমানটি অবতরণ করান।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কোপাইলট জানিয়েছেন, মাসখানেক আগে তাঁর স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। বাড়িতে বাচ্চাদের পেছনে অনেকটা সময় ও শ্রম দিতে হয়। এসব কারণে তিনিও বেশ ক্লান্ত ছিলেন। জাকার্তার এয়ার ট্রাফিকের নিয়ন্ত্রণকক্ষ থেকে বিমানটির ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘুমিয়ে থাকায় দুই পাইলটের কেউই সাড়া দিতে পারেননি। পরে তাদের ঘুমানোর বিষয়টি প্রকাশ হয়ে যায়। বিবিসি।

আরও পড়ুন

×