ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাজায় ৯০ বন্দুকধারীকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

গাজায় ৯০ বন্দুকধারীকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

ছবি: রয়টার্স

সমকাল অনলাইন

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০৭:৪০

গাজার আল শিফা হাসপাতালে স্থানীয় সময় বুধবার অভিযান চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময় প্রায় ৯০ বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে দাবি বাহিনীটির। এছাড়া অভিযানের ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফিলিস্তিনির মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দুকধারীদের হত্যার বিষয়টি অস্বীকার করেছে। খবর রয়টার্সের।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার আল শিফা হাসপাতাল এলাকায় অভিযানের সময় বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। বেসামরিক নাগরিক, রোগী, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের ক্ষতি রোধ করতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। তবে অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। তাদের নাম ও ছবিও প্রকাশ করা হয়েছে বলে জানানো হলেও প্রতিবেদন তা উল্লেখ করা হয়নি।

এদিকে গাজায় হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, নিহতদের সবাই হাসপাতালের আহত রোগী এবং বাস্তুচ্যুত ব্যক্তি।

আরও পড়ুন

×