মস্কোয় হামলা: আইএসের আড়ালে কেউ কি আছে?

.
মো. মাহমুদুল হাসান
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ২১:০৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ২১:১৭
রাশিয়ার মস্কোতে ক্রোকাস সিটি হলে গত শুক্রবার সন্ধ্যায় কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কনসার্ট শুরুর আগ মুহূর্তে সেখানে ঢুকে নির্বিচার গুলি ছুড়তে শুরু করে কয়েকজন সশস্ত্র ব্যক্তি। এতে নিহত হন অন্তত ১৪৩ জন।
কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্রও আঙুল তুলেছে আইএসের দিকেই। তবে ভয়াবহ এই হামলার সঙ্গে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র জড়িত বলে মনে করেন রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবির কর্মকর্তা আন্দ্রে পোপভ। তিনি মনে করেন, মস্কোয় এই নৃশংসতার নির্দেশ দিয়েছে কিয়েভ সরকার। আর এতে অর্থায়ন করেছে ওয়াশিংটন।
স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে পোপভ বলেন, সন্দেহভাজন হামলাকারীরা সীমান্ত অতিক্রম করে ইউক্রেন যেতে চাচ্ছিলেন। এর মাধ্যমে বোঝা যায়, তারা ইউক্রেন ব্যবহার করে পালাতে চাচ্ছিলেন। দেশটির গোয়েন্দাদের সঙ্গে যোগসাজশ ছাড়া তাদের সীমান্ত পেরোনো বাস্তবসম্মত নয়।
ইউক্রেনের সঙ্গে যোগাযোগ ছাড়া সন্ত্রাসীদের জন্য ইউক্রেনের সীমান্ত অতিক্রম করা অসম্ভব উল্লেখ করে পোপভ বলেন, ওয়াশিংটন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যুক্তরাষ্ট্র অর্থায়ন করে থাকতে পারে। কারণ, ইউক্রেনের সন্ত্রাসবাদে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়া অর্থায়নের আর কেউ নেই। মর্মান্তিক এই ঘটনায় যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার প্রতি সমবেদনা জানায়নি বলে উল্লেখ করে তিনি।
এফএসবি পরিচালক আলেকজান্ডার বর্তিনকভ শুক্রবার বলেন, সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ১১ জনকে ইউক্রেনের কাছে রাশিয়ার ব্রিন্সক অঞ্চল থেকে আটক করা হয়।
এদিকে, মস্কোর সন্ত্রাসী হামলায় আইএস জড়িত নয় বলে মনে করেন আমেরিকান লেখক উইলিয়াম স্কট রিটার জুনিয়রও। স্পুতনিককে তিনি বলেন, সন্ত্রাসীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। সহিংস মানুষেরা দিন শেষে দোষ উত্তরের দিকে ঠেলে দেয়।
কে এই হামলার মূল পরিকল্পনাকারী? রাশিয়ার নিরাপত্তা সংস্থা কি পারবে এর মূল উৎপাটন করতে? এমন প্রশ্নের জবাবে স্পুতনিককে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকান লেখক উইলিয়াম স্কট রিটার জুনিয়র বলেন, ইউক্রেনের পরিকল্পনায় এই হামলার ঘটনা ঘটে থাকলে এর অর্থ দাঁড়াবে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-র নির্দেশনায় আমেরিকান কৌশল হিসেবে এই হামলা করা হয়। সেক্ষেত্রে এটি রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার সামিল।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক দাবি করেছেন, কিয়েভ ক্রোকাস সিটি হলে হামলায় জড়িত না। তিনি বলেন, আমি জোর দিয়ে বলতে পারি এ ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।
রাশিয়ার ভূখণ্ডে বহু আগে থেকেই হামলা চালানোর অভিযোগ রয়েছে ইউক্রেনের গোয়েন্দাদের বিরুদ্ধে। মস্কোর অভিযোগ, রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলে গোলা হামলা চালিয়েছে তারা। এ ছাড়া রুশ রাষ্ট্রবিজ্ঞানী দারিয়া দুগিনা ও সাংবাদিক ভ্লাদলেন তারাস্কি হত্যাকাণ্ডের সঙ্গেও এই গোয়েন্দারা জড়িত।
- বিষয় :
- মস্কো
- হামলা
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- ইউক্রেন