ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মার্কিন গোয়েন্দা সংস্থা

নাভালনিকে হত্যার সরাসরি নির্দেশ দেননি পুতিন

নাভালনিকে হত্যার সরাসরি নির্দেশ দেননি পুতিন

ছবি: এনবিসি নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১৯:৩৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ১৯:৩৬

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যুর নেপথ্যে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো সম্পৃক্ততা নেই– এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। প্রায় দুই মাসের তদন্ত শেষে গত শনিবার গোয়েন্দা সংস্থাগুলো জানায়, নাভালনিকে হত্যার সরাসরি নির্দেশ দেননি পুতিন। তবে তাঁর মৃত্যুর জন্য পুতিনকে সামগ্রিক দায় থেকে অব্যাহতি দেয়নি সংস্থাটি।

পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। কিছু শ্রেণিবদ্ধ গোয়েন্দা তথ্য, নাভালনির মৃত্যুর সময়, মার্চ মাসে পুতিনের পুনর্নির্বাচন প্রক্রিয়া, জনসাধারণের তথ্যের বিশ্লেষণসহ বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয়, স্টেট ডিপার্টমেন্টসহ বেশ কয়েকটি সংস্থা প্রতিবেদনটি শেয়ার করেছে।

এদিকে এ প্রতিবেদনকে শূন্য অনুমানে পূর্ণ বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। তাঁর মতে, প্রতিবেদনটি খুব একটা মানসম্পন্ন নয় এবং একে গুরুত্ব দেওয়ারও কিছু নেই।

এ ছাড়া মার্কিন এ অনুসন্ধানকে নির্বুদ্ধিতাসম্পন্ন ও হাস্যকর বলে অভিহিত করেছেন নাভালনির সিনিয়র সহযোগী লিওনিড ভলকভ। খবর ওয়াল স্ট্রিট জার্নালের
 

আরও পড়ুন

×