ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব

ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৯:৩৫

বিশ্বের তাপমাত্রা রেকর্ডের ইতিহাসে এবার সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব। একই সঙ্গে তাপমাত্রা রেকর্ড তালিকায় ২০২৪ সালের প্রতিটি মাস আগের বছরগুলোর একই মাসের তুলনায় গ্রহের সবচেয়ে উষ্ণতম হিসেবে রেকর্ড গড়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস)। খবর আলজাজিরার। 

মাসিক বুলেটিনে সি৩এস বলেছে, ২০২৩ সালের জুনের পর থেকে প্রতিটি মাস আগের বছরের একই সময়ের তুলনায় গ্রহের সবচেয়ে উষ্ণতম ছিল। সি৩এসের ডেটাসেটে থাকা ১৯৪০ সালের অন্যান্য ডেটার সঙ্গে ক্রস চেক করে গত মাসটিকে প্রাক-শিল্প সময়ের চেয়ে সবচেয়ে উষ্ণ এপ্রিল বলে ঘোষণা করেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক মাসগুলোতে জলবায়ুর এল নিনোর প্রভাবেও বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে। জলবায়ুর এই ঘটনা পূর্ব প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের পানিকে অস্বাভাবিকভাবে উষ্ণ করে তুলেছে।

সি৩এস জানিয়েছে, মনুষ্যসৃষ্ট কারণে বিশ্বের জলবায়ু এতটা উষ্ণ হয়ে পড়েছে। জলবায়ুর এই পরিবর্তনের প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গমন হওয়া গ্রিনহাউস গ্যাসকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ব মোড়লদের দ্রুত কার্বন নির্গমন কমানোর আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন

×