ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চীন সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্টসহ আরব নেতারা

চীন সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্টসহ আরব নেতারা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১৫:২৬ | আপডেট: ২৭ মে ২০২৪ | ১৫:৪৭

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিসহ অন্যান্য আরব নেতাদের এই সপ্তাহে চীনের বেইজিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আল মায়াদিনের।

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, আমন্ত্রিত নেতারা ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন। এছাড়া চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের ১০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এতে আরও অংশ নেবেন, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ফোরামে যোগ দেবেন এবং ৩০ মে বক্তব্য দেবেন।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময়ের জন্য যথাক্রমে চার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুন

×