ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে প্রকাশ্যে এলেন কেট

রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে প্রকাশ্যে এলেন কেট

ক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ২২:০৮

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। মধ্য লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে তিন সন্তানকে সঙ্গে নিয়ে রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে যোগ দেন কেট। রাজা চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলাসহ রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কেটও বাকিংহাম প্রাসাদের ঝুলবারান্দায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে হাত নাড়েন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে কেট বলেছিলেন,  চিকিৎসায় ভালো অগ্রগতি হচ্ছে। তবে আরও কয়েক মাস চিকিৎসা চলবে। ফলে এখনই পুরোপুরি প্রকাশ্যে আসতে পারছি না। সপ্তাহান্তে আমি আমার পরিবারের সঙ্গে রাজার জন্মদিনের প্যারেডে অংশ নেব এবং গ্রীষ্মে কয়েকটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আশা করছি, বলেন তিনি। 

মাস পাঁচেক আগে ক্যান্সারে আক্রান্ত হওয়া ও অস্ত্রোপচারের খবর জানানো হয়। বলা হয়, চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন। 

সর্বশেষ গত ডিসেম্বরে প্রকাশ্যে কোনো আয়োজনে অংশ নিতে দেখা গেছে কেটকে। এর পর থেকে চলে টানা চিকিৎসা। এখনও কেটের চিকিৎসা চলছে। প্রতিরোধমূলক কেমোথেরাপি নিচ্ছেন তিনি। ৪২ বছর বয়সী কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা ব্রিটিশ রাজপরিবারের জন্য বড় ধরনের দুঃসংবাদ। কেট ছাড়াও রাজা চার্লসও ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। বিবিসি।

আরও পড়ুন

×