ইসরায়েলে অস্ত্র সরবরাহ
বিনিয়োগ সংস্থাগুলোকে সতর্ক করলেন জাতিসংঘের বিশেষজ্ঞরা

গাজার খান ইউনিসে ইসরায়েলের ছোঁড়া বিস্ফোরিত বোমার অবশিষ্টাংশ কাঁধে নিয়ে খেলছে ফিলিস্তিনের শিশুরা। ছবি: এএফপি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪ | ১২:০৩
ইসরায়েলি বাহিনীকে অস্ত্র সরবরাহে আইনি ঝুঁকির বিষয়ে অস্ত্র প্রস্তুতকারক ও বিনিয়োগকারী কোম্পানিগুলোকে সতর্ক করেছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। গাজায় হামলা নিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে এ সতর্ক বার্তা দিলেন তারা।
আজ শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের স্বাধীন একটি গ্রুপ বলেছে, ‘ইসরায়েলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রয়, হস্তান্তর এবং স্থানান্তর’ বন্ধ করতে হবে। কারণ, অস্ত্র প্রস্তুতকারকদের বিনিয়োগকারী ব্যাংক ও বিনিয়োগ কোম্পানিগুলোও আন্তর্জাতিক আইনের অধীনে বিচারের ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক নীতির গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত হওয়ার ঝুঁকিতে থাকা ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী অস্ত্র-প্রস্তুতকারকদের আর্থিক বিনিয়োগকারীদেরও অবশ্যই ‘হিসাব নেওয়া’ হবে।
এক বিবৃতিতে তারা বলেন, এসব অস্ত্র-প্রস্তুতকারকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ রাখতে ব্যর্থ হলে তা মানবাধিকার লঙ্ঘন ও নৃশংস অপরাধ সংঘটনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া বা অবদান রাখা হিসেবে গণ্য হতে পারে।
বৈশ্বিক বেশ কিছু প্রতিষ্ঠান ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে। এরমধ্যে রয়েছে– ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ, জেপি মরগান চেজ, মরগান স্ট্যানলি, নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েলস ফার্গো অ্যান্ড কোম্পানি।
- বিষয় :
- ইসরায়েলের সঙ্গে চুক্তি
- জাতিসংঘ
- গাজা
- গাজায় হামলা