ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৭০ বছরের বেশি বয়সী ভারতীয়রা বিনামূল্যে চিকিৎসা পাবেন: রাষ্ট্রপতি মুর্মু

৭০ বছরের বেশি বয়সী ভারতীয়রা বিনামূল্যে চিকিৎসা পাবেন: রাষ্ট্রপতি মুর্মু

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: এএনআই

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ২০:০৩

আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে ৭০ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন তিনি এ ঘোষণা দেন। খবর এএনআইয়ের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে ৫৫ কোটি সুবিধাভোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ২৫,০০০টি ওষুধি কেন্দ্র খোলার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই কেন্দ্রের উদ্দেশ্য হলো- সাশ্রয়ী মূল্যে সবাইকে ওষুধ দেওয়া। আসলে আয়ুষের (আয়ুর্বেদ, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি) মধ্য দিয়ে ভারত একটি সুস্থ বিশ্ব তৈরি করতে সাহায্য করছে।

ভারত আজ যেকোনো সংকটে প্রথমেই সাড়া দিচ্ছে এবং গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে বলে দাবি করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, করোনা মহামারি হোক বা ভূমিকম্প বা যুদ্ধ হোক যেকোনো মানব কেন্দ্রিক সংকটে সবার আগে ভারত কার্যক্রম শুরু করে। ভারত বর্তমানে গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে।

আরও পড়ুন

×