ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইরানের জাতিসংঘ মিশনের হুমকি

ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’

ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’

সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে হামলার তীব্রতা বেড়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪ | ১২:০২ | আপডেট: ২৯ জুন ২০২৪ | ১৩:০৬

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার শুরু থেকেই প্রতিবাদ হিসেবে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোয় রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে লেবানন সীমান্তে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। এ অবস্থায় ইরানের জাতিসংঘের মিশন হুমকি দিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’। খবর আল জাজিরার। 

গত কয়েক মাস ধরে ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির হামলার তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। 

সর্বশেষ কয়েকদিন আগে থেকে লেবানন সীমান্তে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। পূর্ণমাত্রায় যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। 

এই উত্তেজনার মধ্যেই মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে ইরানি মিশন বলেছে, ‘লেবাননের বিরুদ্ধে যদি ইহুদিবাদীরা (ইসরায়েল) পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন চালায়, তবে একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে। সব প্রতিরোধ বাহিনীর যুক্ত হওয়াসহ অন্যান্য বিকল্পগুলোও বিবেচনায় নেওয়া হবে।’ 

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা দেখা দেওয়ায় জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে। 

আরও পড়ুন

×