ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকাডুবি, নিখোঁজ ৪১

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকাডুবি, নিখোঁজ ৪১

৪৫ আরোহীর মধ্যে চারজনের খোঁজ পাওয়া গেছে বাকিরা নিখোঁজ রয়েছেন। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৩:০৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৪ | ১৪:৪৪

লোহিত সাগরের ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া নৌকায় ৪৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর চারজনের খোঁজ পাওয়া গেছে। বাকি ৪১ জন এখনো নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা প্রবল বাতাস এবং ওভার লোডিংয়ের কারণে বুধবার রাতে তাইজ প্রদেশের উপকূলের কাছে নৌকাটি ডুবে যায়। তবে ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি। বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তায় অংশীজনদের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্য মতে, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনে আসা অভিবাসীর সংখ্যা ২০২২ সালে ছিল প্রায় ৭৩ হাজার। যা বেড়ে গত বছর হয়েছে প্রায় ৯৭ হাজার ২০০ জন।

সংস্থাটি জানিয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি তীব্র খরার মতো বৈরী আবহাওয়া সংক্রান্ত কারণে অঞ্চলটির মানুষ দেশ ছাড়ছে। বিপদজ্জনক পথ পাড়ি দিয়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে তারা। এক্ষেত্রে চোরাকারবারিদের ওপর নির্ভর করতে বাধ্য হন অভিবাসনপ্রত্যাশীরা। অবৈধভাবে তাদের পারাপারে অধিকাংশ সময় বিপজ্জনক রুট ও ওভার লোডিং নৌকা ব্যবহার করে থাকে তারা।

আরও পড়ুন

×