শান রাজ্যের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার জান্তার

চীন সীমান্ত নিকটবর্তী শান রাজ্যের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে মিয়ানমার। ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ২২:০৮
চীন সীমান্ত নিকটবর্তী শান রাজ্যের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে মিয়ানমার। নাগরিকদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন জান্তাপ্রধান। তার এই ঘোষণার একদিন আগে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) অঞ্চলটিতে সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার দাবি করেছিল।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মিন অং হ্লাইং বলেন, শান রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেনাসদস্যদের পূর্ববর্তী অবস্থান থেকে সরিয়ে নিচ্ছি। মানুষের নিরাপত্তার জন্য তাদের অবস্থান পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্বাঞ্চলীয় শান রাজ্যে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) ও জান্তা বাহিনীর সংঘর্ষ জুন মাস থেকে বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় জনগণের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। জান্তাপ্রধান বলেছেন, কেবল শানে নয়, পুরো দেশেই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার সচেষ্ট আছে।
তাঁর এই বক্তব্যের কিছুদিন আগে, ৩ আগস্ট এমএনডিএএ একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, কয়েক সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর তারা উত্তর-পূর্বাঞ্চলীয় লাসিও শহরের সামরিক ঘাঁটি দখলে নিয়েছে। এই ঘটনা ছিল জান্তা বাহিনীর জন্য বড় আঘাত। বিদ্রোহীদের এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জো মিন তুন। খবর ইরাবতীর।
- বিষয় :
- মিয়ানমার
- চীন
- সীমান্ত
- সেনা প্রত্যাহার