ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মমতার পদত্যাগের দাবি

আজ বিজেপির ১২ ঘণ্টা ‘বাংলা বন্ধ’ কর্মসূচি

আজ বিজেপির ১২ ঘণ্টা ‘বাংলা বন্ধ’ কর্মসূচি

ছবি-সমকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ০৭:১২ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ০৭:১৪

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আজ পশ্চিমবঙ্গের সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করেছিল বিক্ষোভকারী ছাত্রসমাজ। তাদের দমনে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। পুলিশের এসব অ্যাকশনে অনেক মানুষ আহত হয়েছেন এমন অভিযোগ করে আজ বুধবার পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ‘বাংলা বন্ধ’ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। তারা বলেছে, কাল (আজ) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সবজায়গায় সাধারণ ধর্মঘট চলবে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান নামে সচিবালয় ঘেরাওয়ের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।

রাজ্য পুলিশের কাছে খবর ছিল, এই নবান্ন অভিযানে সামনে নারী এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। এমনকি, পুলিশকে প্ররোচিত করে বলপ্রয়োগে বাধ্য করা হতে পারে বলেও জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এর পরেই শহর জুড়ে কড়া নিরাপত্তা জারি করে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই নবান্ন (সচিবালয়) চত্বরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয় ঝালাই করা গার্ডরেল এবং কনটেইনার। কিন্তু বেলা বাড়তেই একে একে বাড়তে থাকে মানুষের ভিড়। সাঁতরাগাছি, হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা।

স্লোগান ওঠে, ‘‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।’’ পরিস্থিতি সামাল দিতে জলকামান চালানো শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। একটা সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এরপর বিভিন্ন জায়গা থেকে খবর আসতে থাকে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বিক্ষোভাকারীরা। এরপরই বুধবার ‘বাংলা বন্ধ’ কর্মসূচি দেয় বিজেপি।

মঙ্গলবার দুপুরে নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক জায়গা থেকেই অত্যাচারের খবর আসছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমনপীড়ন না চালানোর আবেদনও জানান তিনি। বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন এই বিরোধী দলনেতা।

নবান্ন অভিযানকে সমর্থন জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। সোমবার রাতে যখন নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের চার নেতাকে গ্রেপ্তার করা হয় তখনও শুভেন্দু আশ্বাস দিয়েছিলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। এ জন্য যা যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থ খরচ হয় সব বহন করবে তার দল।

আরও পড়ুন

×