ট্রাম্পের চারগুণ তহবিল সংগ্রহ কমলার
ট্রাম্পকে ‘ভণ্ড’ বলা নিয়ে বিতর্ক

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চারগুণ বেশি তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। গত আগস্ট মাসের প্রচারাভিযানে এই অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি। তবে নভেম্বরের আগে চূড়ান্ত সময়ে দু’জনই বিভিন্ন দাতা প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে আরও বড় অংকের তহবিল সংগ্রহ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
ফেডারেল নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রচারাভিযানে কমলা ১৯০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ব্যয় হয়েছিল ১৭৪ মিলিয়ন ডলার। কমলা প্রচারকাজের বিজ্ঞাপনে খরচ করেন ১৩৫ মিলিয়নের বেশি ডলার।
আর আগস্টে ট্রাম্পের সংগ্রহ ছিল মাত্র ৪৩ মিলিয়ন ডলার। তবে সেপ্টেম্বরের শুরুতে ট্রাম্পের সংগ্রহ ছিল ১৩৫ মিলিয়ন। এর মধ্যে তিনি ৬১ মিলিয়ন খরচ করেছেন। এই খরচের ৪৭ মিলিয়নের বেশি ছিল বিজ্ঞাপনের খরচ।
এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং তার দল গর্ভপাত নিয়ে ‘ভণ্ডামি’ করছেন বলে অভিযোগ করেছেন কমলা হ্যারিস। গত শুক্রবার জর্জিয়ার আটলান্টায় নির্বাচনী সমাবেশে কমলা এই অভিযোগ তোলেন। তিনি ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, ‘...এই ভণ্ডরা এমনভাবে কথা বলতে চান যে এটার মধ্যে (গর্ভপাত ইস্যু) নারী ও শিশুদের সেবার সর্বোত্তম স্বার্থ রয়েছে।‘ তার এই বক্তব্য বিতর্ক সৃষ্টি করে।
জর্জিয়ায় সম্প্রতি গর্ভধারণুসংক্রান্ত জটিলতায় দু’জন নারীর মৃত্যু হয়। তাঁদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেন কমলা। অন্তত ২০টি রাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ, জর্জিয়া তার একটি।
- বিষয় :
- ট্রাম্প
- কমলা
- যুক্তরাষ্ট্র