জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৬ পাকিস্তানি সেনা নিহত

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ১৬:৩৫ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ | ১৭:০৩
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ইসলামী জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে একজন লে. কর্নেল রয়েছেন।
শনিবার আন্তঃসংযোগ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় ইসলামী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় সেনাবাহিনীর এক লে. কর্নেলসহ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন।
গোলাগুলির এ ঘটনায় ছয় জঙ্গিও নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
সামরিক বাহিনীটি জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ার সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পৃথক আরেকটি অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চলতি মাসের শুরুতে এই এলাকায় বিদেশি এক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন।
খাইবার পাখতুনখওয়ায় পাকিস্তানের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আস্তানা আছে। তাদের মধ্যে পাকিস্তান তালেবান উল্লেখযোগ্য। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।
- বিষয় :
- পাকিস্তান
- নিহত
- জঙ্গি হামলা