ইসরায়েলে ১৩৫ রকেট হামলা হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ | ২০:৩৯
লেবানন থেকে ইসরায়েল ভূখণ্ডে বুধবার হিজবুল্লাহ ১৩৫টির বেশি রকেট ছুড়েছে বলে আইডিএফ জানিয়েছে। রকেটগুলো বেশির ভাগই উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয়। এতে তেল আবিব এবং এর আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে।
হিজবুল্লাহ জানায়, বুধবার চারটি ব্যারাজসহ মধ্য ইসরায়েলে অন্তত ছয়টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ৭০ জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) বুধবার এ দাবি করে। তবে কখন এসব সেনাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সর্বশেষ দাবি অনুযায়ী, সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে।
ইসরাইলি সামরিক বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় এলাকায় সাইরেন বাজিয়ে লেবানন থেকে চারটি রকেট বিস্ফোরিত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি রকেট আটকানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে লিখেছে, হিজবুল্লাহর ছোড়া রকেটগুলোকে বাধা দেওয়া হয়েছে এবং কিছু রকেট মাটিতে পড়েছে। ইসরায়েলের চ্যানেল টোয়েলভ রিপোর্ট করেছে, দুটি রকেট আটকানো হয় এবং অন্যগুলো খোলা জায়গায় পড়ে। এতে জানানো হয়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ পাওয়ায় বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাজধানী তেল আবিবের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। হামলার জেরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে সব বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের ৩ সৈন্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্মকর্তাও রয়েছেন। ইসরায়েলি হামলায় আহতদের সরিয়ে নেওয়ার সময় দক্ষিণ লেবাননে লেবানিজ সৈন্যদের ওপর এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ধারাবাহিক শক্তিশালী হামলা ও বিস্ফোরণের পর দেশটির সেনাদের ওপর এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন কর্মকর্তাসহ ওই ৩ সৈন্য নিহত হন।
অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের হামলায় ৫৫ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ছিটমহলের উত্তরাঞ্চল, আশপাশের হাসপাতাল ও শরণার্থী আশ্রয়কেন্দ্র ঘেরাও জোরদার করেছে। আশপাশের বাসিন্দাদের দক্ষিণের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, তীব্র বোমা হামলা, গণবাস্তুচ্যুতি ও প্রবেশাধিকারের অভাবের কারণে তারা উত্তর গাজায় পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত রেখেছে। হামাস যোদ্ধাদের ফের সংগঠিত হওয়া ঠেকাতে ইসরায়েলি বাহিনী প্রায় তিন সপ্তাহ আগে উত্তরাঞ্চলে অভিযান শুরু করে। এক সপ্তাহ আগে হামাসপ্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার নিহত হওয়ার পর থেকে অভিযান জোরদার হয়েছে।
- বিষয় :
- লেবানন
- ইসরায়েল
- রকেট হামলা
- হিজবুল্লাহ