দামেস্কে বিদ্রোহীদের মিডিয়া দখল, শীঘ্রই টেলিভিশনে উপস্থিত হওয়ার ঘোষণা

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৯
বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালানোর পর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস (HTS) শীঘ্রই টেলিভিশনে জনসাধারণের উদ্দেশ্যে তাদের প্রথম বার্তা প্রচারের প্রস্তুতি নিচ্ছে। খবর- বিবিসির
রবিবার সকালে গোষ্ঠীটি জানিয়েছিল, দেশটির রাজধানী দামেস্ক ‘এখন আসাদ মুক্ত’ এবং তারা দামেস্কে রেডিও ও টেলিভিশন সদর দফতরগুলো দখল করে নিয়েছে এবং সেখান থেকে তাদের বিজয় ঘোষণার পরিকল্পনা করছে।
এদিকে সরকারি রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার বিদ্রোহী বাহিনী রাজধানীতে প্রবেশ করার পর বন্ধ হয়ে গেছে। এর আগে আর্মি অফিসারদের উদ্দেশে দেশটির সেনাবাহিনীর কমান্ড বলেছেন, সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে।
বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন শেষ হয়েছে। সিরিয়ার একজন কর্মকর্তা যিনি এই পদক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন।
বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন তা জানা যায়নি। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেই উড়োজাহাজে বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।
বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে, তারা দামেস্কে ঢুকে পড়েছে। শহরে কোনো সেনা মোতায়েন নেই।