ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মহাকাশ স্টেশনে আটকে থাকা ২ মহাকাশচারীর ফেরায় আরও বিলম্ব

মহাকাশ স্টেশনে আটকে থাকা ২ মহাকাশচারীর ফেরায় আরও বিলম্ব

ছবি- বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৪:০৩

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত মার্কিন মহাকাশচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসের পৃথিবীতে ফিরতে আবারও বিলম্ব হচ্ছে। নাসা জানিয়েছে, তাদের ২০২৫ সালের মার্চের শেষ বা এপ্রিলের আগে ফিরে আসা সম্ভব হবে না।

জুন মাসে পৃথিবী ছেড়ে যাওয়ার পর তাদের এক সপ্তাহের মধ্যে ফিরে আসার কথা ছিল। তবে বোয়িং নির্মিত পরীক্ষামূলক স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের মিশন ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়। নতুন ক্রু পাঠানোর জন্য নির্ধারিত মহাকাশযান প্রস্তুতিতে বিলম্বের ফলে এখন এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

নাসার বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন সম্প্রতি দুটি রিসাপ্লাই মিশনের মাধ্যমে পর্যাপ্ত খাদ্য, পানি, পোশাক ও অক্সিজেন পেয়েছে। এছাড়াও, মহাকাশচারীদের ছুটির দিন উদযাপনের জন্য বিশেষ সামগ্রী পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই বিলম্ব মহাকাশচারীদের কোনো বড় সমস্যা সৃষ্টি করবে না। 

নাসার পরবর্তী চার সদস্যের ক্রু মিশন নতুন ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে পরিচালিত হবে, এখন মার্চের শেষের আগে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই। এই ক্যাপসুলই বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসকে ফিরিয়ে আনবে।

নাসা সময়সূচি বজায় রাখতে অন্য একটি ক্যাপসুল ব্যবহার করার কথা বিবেচনা করলেও শেষ পর্যন্ত নতুন ক্যাপসুল ব্যবহার করাই নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছে। 

আরও পড়ুন

×