ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এবার অভিশংসনের মুখে দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

এবার অভিশংসনের মুখে দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ২১:৫৯

ইউন সুক ইওলকে অপসারণের পর এবার দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া হান ডাক-সুকেও অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন। দেশটির প্রধান বিরোধী দল তাঁর বিরুদ্ধে এ উদ্যোগ নিতে যাচ্ছে।

সংসদে অনুমোদন দেওয়া হলেও সাংবিধানিক আদালতের তিন বিচারককে নিয়োগ না দেওয়া এবং সদ্য সাবেক প্রেসিডেন্টকে তদন্তের জন্য প্রস্তাবিত দুটি বিলের অনুমোদন না দেওয়ায় সুকের ওপর চটেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। তাঁকে অভিশংসনের জন্য সংসদে বিল উত্থাপন করবেন বিরোধীরা। আগামীকাল শুক্রবার এই বিষয়ে ভোটাভুটি হতে পারে।

তবে বিরোধীদের এ পদক্ষেপে দেশটিতে সাংবিধানিক সংকট আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে এই হুমকি এলো। বিবিসি।

আরও পড়ুন

×