ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর সংঘর্ষে নিহত ৩‌৩

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর সংঘর্ষে নিহত ৩‌৩

ছবি: সমকাল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:৩৬

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে ২ সেনা সদস্যও নিহত হয়েছে। রাজ্যের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে এলাকার জঙ্গলে এই সংঘর্ষ হয়। 

প্রথমে নিহত মাওবাদীদের সংখ্যা ১২ জন বলা হলেও, পরে ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজি) পি সুন্দররাজ নিশ্চিত করেন, মাওবাদীদের নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। 

পি সুন্দররাজ বলেন, আরও দুই সেনা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের জগদলপুর থেকে এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে রায়পুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। 

তিনি বলেন, নিহত ৩১ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। 

তল্লাশি জোরদার করতে আরও অধিক সেনা নামানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১২ জানুয়ারি একই এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে ১২ সন্দেহভাজন মাওবাদীর মৃত্যু হয়। 

আরও পড়ুন

×