ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাহরি না খেয়ে রোজা রাখতে হচ্ছে ইমরান-বুশরাকে, অভিযোগ ব্যারিস্টার সাইফের

সাহরি না খেয়ে রোজা রাখতে হচ্ছে ইমরান-বুশরাকে, অভিযোগ ব্যারিস্টার সাইফের

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ | ২২:২৩ | আপডেট: ০৪ মার্চ ২০২৫ | ২২:৫৭

কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে সাহরি না খেয়ে রোজা রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ। এ ছাড়া ইমরান-বুশরা দম্পতির সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন তিনি।

তাঁর মতে, এটি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার এক ঘৃণ্য পদক্ষেপ। সরকারের নিপীড়নমূলক এ পদক্ষেপে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। যখন পুরো মুসলিম সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে, তখন সরকার এমন আচরণ করছে। এমন পরিস্থিতিতে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য বলেন তিনি। এ ছাড়া ইমরানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আদালতের আদেশের স্পষ্ট লঙ্ঘন। সামা নিউজ।

আরও পড়ুন

×