অভিশংসিত প্রধানমন্ত্রী হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

হান ডাক-সু। ছবি: গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫ | ০৮:০৩
দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছেন। সাংবিধানিক আদালত সোমবার ৭-১ ভোটে রায় দেন, হানের অভিশংসন খারিজ করা উচিত। ফলে তাঁকে দেশের সর্বোচ্চ পদে পুনর্বহাল করা হয়।
আদালতের পাঁচ বিচারপতি বলেছেন, ৭৫ বছর বয়সী হানের বিরুদ্ধে অভিশংসনের জন্য যথেষ্ট প্রমাণ নেই। যদিও তাঁর বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব বৈধ ছিল।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসনের পর শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এটিকে সর্বশেষ নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। কারণ আদালতের আটজন
বিচারপতি আলাদাভাবে ইউনের ভাগ্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। ইউনকে গত ৩ ডিসেম্বর স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির পর বরখাস্ত করা হয়েছিল। আলজাজিরা।
- বিষয় :
- প্রেসিডেন্ট
- অভিশংসন