বিতর্কিত ওয়াক্ফ আইন
কলকাতায় ব্যাপক বিক্ষোভ, কাশ্মীরে বৈঠকে বাধা

বৃহস্পতিবার কলকাতা থেকে দেশের সর্বত্র ওয়াক্ফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন মুসলিম সংগঠন। ছবি: এফটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ | ০০:৫৪
ওয়াক্ফ সংশোধনী আইনের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার কলকাতা থেকে দেশের সর্বত্র ওয়াক্ফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন মুসলিম সংগঠন। বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে মহাসমাবেশের কথা আগেই জানানো হয়েছিল।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ জড়ো হন রামলীলা ময়দানে। ওয়াক্ফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মধ্য কলকাতা। এদিকে মহাসমাবেশ ঘিরে ভয়াবহ যানজট শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচলে ব্যবস্থা করে পুলিশ।
এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুকের বাড়িতে ওয়াক্ফ আইনের খুঁটিনাটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মীয় নেতাদের এ বৈঠকে বাধা দিল জম্মু-কাশ্মীর পুলিশ। বুধবার বৈঠকে যোগ দিতে জম্মু, কাশ্মীর ও লাদাখের ধর্মীয় নেতারা শ্রীনগর এসেছিলেন বলে জানিয়েছেন ওমর ফারুক। তাঁর উদ্যোগে ওই বৈঠকের আয়োজন করেছিল বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত সংগঠন মুত্তাহিদা মজলিস উলেমা (এমএমইউ)।