ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

পাকিস্তানে পাবজি’র ওপর সাময়িক নিষেধাজ্ঞা

পাকিস্তানে পাবজি’র ওপর সাময়িক নিষেধাজ্ঞা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৭:৫৭

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস-এর (পাবজি) ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান।

পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ বুধবার এমন ঘোষণা দিয়েছে। গেমটির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর খেলাটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। পাবজির কারণে পাকিস্তানে বেশ কয়েকটি আত্মহত্যার পর এমন সিদ্ধান্ত নিল দেশটির টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ। খবর ডন অনলাইনের।

টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানিয়েছে, পাবজির বিরুদ্ধে অসংখ্য় অভিযোগ জমা পড়েছে। এই গেম এক ধরনের আসক্তি তৈরি করে। আর এতে একবার আসক্ত হয়ে গেলে সময়ের অপচয় হয়।

তবে পাবজি নিষিদ্ধ করার বিষয়টি সাময়িক সিদ্ধান্ত। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জনগণের মতামত চাওয়া হয়েছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে সমাজের সব স্তরের মানুষের মতামত চাওয়া হয়েছে।

এ দিকে পাকিস্তান সরকারের পাবজি নিষিদ্ধ করার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না গেমটির ভক্তরা। তাদের দাবি, পাকিস্তান সরকার গেমটি বন্ধ করে অন্যায় করেছে। অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি করেছেন পাকিস্তানের পাবজি গেম ভক্তরা।

আরও পড়ুন

×