এনডিটিভির প্রতিবেদন
পাকিস্তানের হামলায় ভারতীয় কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত

ভারতের জম্মুতে পাকিস্তানের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি (ছবি-এএফপি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৫ | ১০:৩৬ | আপডেট: ১০ মে ২০২৫ | ১৩:০৯
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহরে শনিবার সকালে পাকিস্তানের গোলাবর্ষণে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অপারেশন সিন্দুরের পর জম্মু ও কাশ্মীরের অন্যান্য বেসামরিক এলাকাগুলোতে পাকিস্তানের হামলায় আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহত সরকারি কর্মকর্তার নাম রাজ কুমার থাপ্পা। তিনি ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার।
Devastating news from Rajouri. We have lost a dedicated officer of the J&K Administration Services. Just yesterday he was accompanying the Deputy CM around the district & attended the online meeting I chaired. Today the residence of the officer was hit by Pak shelling as they…
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
এদিকে ওই সরকারি কর্মকর্তার নিহতের তথ্য নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার জন্য তাঁর কাছে কোনো ভাষা নেই। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ওই কর্মকর্তা আমার সঙ্গে একটি অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ওমর আব্দুল্লাহ লিখেছেন,গতকালই উপ-মুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় তিনি যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।
Deeply Saddened to hear that my friend Sh. #Raj_Kumar_Thappa Ji ADC Rajouri (J&K) lost his life in a possible Missile/Drone attack in Rajouri. He was Very daring and people's friendly officer who served Nation/society with Utmost sincerity. Your's Selfless Service and sacrifices… pic.twitter.com/wWN00OWg8G
— Ravinder Raina (@RavinderRaina) May 10, 2025
প্রতিবেদনে দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জম্মুর বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে পাকিস্তানের হামলা চালানোর পর সেখানকার একটি গ্রামের এক বাড়ির কিছু অংশ উড়ে গেছে। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
- বিষয় :
- কাশ্মীর
- ভারত
- পাকিস্তান
- ভারত-পাকিস্তান উত্তেজনা