ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১১৬ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান পাচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬

১১৬ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান পাচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬

ব্লেইজ মেট্রিয়েলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ১৯:২০

১১৬ বছরের ইতিহাসে এবারই প্রথম একজন নারী প্রধান পেতে যাচ্ছে যুক্তরাজ্যের গোপন বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬। তার নাম ব্লেইজ মেট্রিয়েলি।

ব্লেইজ ১৯৯৯ সালে যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা এমআই৬-এ যোগ দেন। তিনিই হবেন সংস্থাটির ১৮তম প্রধান। তিনি এ বছরের শেষের দিকে বর্তমান প্রধান স্যার রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন।

দায়িত্ব পাওয়ার পর ব্লেইজ বলেন, এই সংস্থার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। তিনি বর্তমানে সংস্থাটির প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে আছেন।

এই নিয়োগকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, বর্তমান সময়ে আমাদের গোয়েন্দা সংস্থার কাজ আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এমআই৬ সাধারণত বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে যুক্তরাজ্যের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকে। তাদের প্রধান লক্ষ্য হলো সন্ত্রাস প্রতিরোধ, শত্রু রাষ্ট্রের কার্যকলাপ প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা।

এই সংস্থার প্রধানকে সাধারণত ‘সি’ নামে ডাকা হয়। এই প্রধানই এই সংস্থার একমাত্র প্রকাশ্য ব্যক্তি।

৪৭ বছর বয়সী ব্লেইজ মেট্রিয়েলি এখন মহাপরিচালক ‘কিউ’ পদে আছেন। তিনি এমন গুরুত্বপূর্ণ প্রযুক্তির নেতৃত্ব দেন, যার মাধ্যমে এমআই৬ এজেন্টদের পরিচয় গোপন রাখা হয়। চীনের বায়োমেট্রিক নজরদারির মতো শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করে এই বিভাগ।

আরও পড়ুন

×