ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খামেনির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

খামেনির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ১৭:৫৭ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ১৮:৫৪

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‌‘অস্তিত্ব আর থাকা উচিত নয়’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত সোরোকা হাসপাতাল পরিদর্শনের পর ইসরায়েল কাৎজ বলেছেন, “আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘আর থাকতে (বেঁচে) দেওয়া যাবে না’।” 

তেল আবিবের কাছে হলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলন। স্থানীয় গণমাধ্যম ও এএফপির বরাতে এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি। 

ইসরায়েল কাৎজ বলেন, তিনি (আয়াতুল্লাহ আলী খামেনি) ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে লক্ষ্য বলে মনে করেন। এই ধরনের ব্যক্তির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না। 

ইসরায়েল কাটজ বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। তিনি ব্যক্তিগতভাবে ইসরায়েলের হাসপাতালগুলোতে গুলি চালানোর নির্দেশ দেন। তিনি ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য বলে মনে করেন। এই ধরনের ব্যক্তিকে আর থাকতে দেওয়া যাবে না।’

এর আগে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিলে, আজ বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশে একটি সামরিক ঘাঁটি, হাসপাতালটি নয়।
 

আরও পড়ুন

×