ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইএইএ প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করল ইরান

আইএইএ প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করল ইরান

আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ১৬:০৭

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান।

তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রাফায়েল গ্রোসির মনোভাব নিয়ে সমালোচনা করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি। ইসরায়েলের হামলার নিন্দা না জানানোকেও ইরাভানির ব্যর্থতা বলেন তিনি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি গত বৃহস্পতিবার রাফায়েল গ্রোসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার সময় ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনেছেন।

যদিও গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাফায়েল গ্রোসি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার ঘটনা ‘পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন

×