ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

এভিন কারাগারে ইসরায়েলি হামলায় কয়েকজন কর্মকর্তা-পরিদর্শনকারী নিহত

এভিন কারাগারে ইসরায়েলি হামলায় কয়েকজন কর্মকর্তা-পরিদর্শনকারী নিহত

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২১:২৬

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলের হামলায় এভিন কারাগারের বেশ কয়েকজন কর্মচারী এবং পরিদর্শনকারী নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গতকাল সোমবার এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েল। কারাগারটি মূলত রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে বহু রাজনৈতিক বন্দী, দ্বৈত ও পশ্চিমা নাগরিককে আটক রাখা হয়েছে, যাদের প্রায়ই পশ্চিমা দেশগুলোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ব্যবহার করে থাকে ইরান।

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র থামিন আল খেতান বলেন, এভিন কারাগার কোনও সামরিক লক্ষ্যবস্তু নয়। একে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। মঙ্গলবার জেনেভায় ইসরায়েলের নাম উল্লেখ না করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

×