অবশেষে করোনা নেগেটিভ হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০১:৫৮ | আপডেট: ২৬ জুলাই ২০২০ | ০৩:০৮
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর করোনা শনাক্ত হয় গত ৭ জুলাই। এরপর থেকে তিনি তিনবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করান। কিন্তু প্রতিবারই তার করোনা পজিটিভ ফল আসে। অবশেষে সর্বশেষ পরীক্ষায় তার করোনা নেগেটিভ ফল এসেছে। শনিবার টুইটারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে শেষবার কবে তিনি করোনার পরীক্ষা করিয়েছেন তা জানা যায়নি।
শনিবার ৬৫ বছর বয়সী বলসোনারোকে এক টুইটে হাস্যোজ্জ্বল অবস্থায় এক বক্স হাইড্রোক্সিক্লোরোকুইন হাতে বসে থাকতে দেখা গেছে। সেখানে তিনি করোনা নেগেটিভের ফল জানিয়ে সবাইকে শুভেচ্ছো জানিয়েছেন। যদিও হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট শুরু থেকেই করোনাভাইরাসকে সামান্য ফ্লু বলে হেলাফেলা করেছেন। বর্তমানে এই ভাইরাস দেশটিতে দাপটের সঙ্গে বিচরণ করছে। অনেকের অভিযোগ, সরকার ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে না নেওয়ায় ব্রাজিলে এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। প্রেসিডেন্টে নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী ব্রাসিলিয়ার আলভোরদা প্যালেসে তার সরকারি বাসভবনে প্রায় ২০ দিন আইসোলেশনে ছিলেন।
যুক্তরাষ্ট্রের পর করোনা মহামারিতে সবেচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। এখন পর্যন্ত দেশটিতে ২০ লাখের ওপর মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৪ হাজারেরও বেশি মানুষের। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- ব্রাজিল
- জাইর বলসোনারো
- করোনা নেগেটিভ